রিয়াল মাদ্রিদ প্লেয়ার রেটিং রিয়াল বনাম ভ্যালাডোলিড:

রিয়াল মাদ্রিদ প্লেয়ার রেটিং রিয়াল বনাম ভ্যালাডোলিড: ফেডে ভালভার্দে, ব্রাহিম ডিয়াজ এবং সুপার-সাব এন্ড্রিক

ফেডে ভালভার্দে, ব্রাহিম ডিয়াজ এবং সুপার-সাব এন্ড্রিক গোল মিসের উৎসবে মেতে উঠা কিলিয়ান এমবাপ্পেকে লজ্জায় ফেলেছেন কারণ লা লিগা চ্যাম্পিয়নরা জুড বেলিংহাম ছাড়াই 2024-25 সিজনের প্রথম জয়ের তুলে নিয়েছে।

কার্লো আনচেলত্তির এই গ্রীষ্মের সব বড় সাইনিং কিলিয়ান এমবাপ্পে গোল করতে ব্যর্থ হলেও লিগের ফেভারিটরা অবশেষে  জয়ের দেখা পেয়েছে।

যখন ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এবং কিলিয়ান এমবাপ্পে কিছুই করতে পারছিলো না, তখন রিয়াল মাদ্রিদকে কোনও না কোনওভাবে ঘুরে দাড়াতে হতই। এবং রবিবার, একটি গড়পড়তা মাদ্রিদ পারফরম্যান্সের মাঝখানে, ফেদেরিকো ভালভার্দে এবং ব্রাহিম ডিয়াজ মাদ্রিদের ত্রাতা হয়ে এগিয়ে আসে ব্রাজিলিয়ান ওয়ান্ডার বয় এনড্রিক তারপরে তার রিয়ালের গোলের অ্যাকাউন্ট খুলতে বেঞ্চ থেকে নেমে 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে।

রিয়াল মাদ্রিদ প্লেয়ার রেটিং রিয়াল বনাম ভ্যালাডোলিড:
সোর্সঃ getty image

গোলরক্ষক ও ডিফেন্স

থিবাউট কোর্তোয়া (7/10): কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করেছেন।

দানি কারভাজাল (6/10): ডিফেন্স ছেড়ে খুব বেশি আগায়ে খেলে নাই। কয়েকবার তো প্রায় ধরা খেয়ে গেছিলো। আজ সেরা পারফরম্যান্স দিতে পারে নাই।

এডার মিলিতাও (৮/১০): ব্রাহিমের গোলের এসিস্টদাতা, ট্যাকল এবং হেডার ডুয়েলে বল লুজ করে নাই। ফর্মে সত্যিকারের প্রত্যাবর্তন।

টনি রুডিগার (7/10): আজ অনেকটা স্লো ছিলো। ভ্যালেদোলিদ কয়েকবার চান্স ক্রিয়েট করেছিলো রূডিগারের সাইড থেকেই।

ফ্রান গার্সিয়া (6/10)

মিডফিল্ড

অরেলিয়ান চৌমেনি (7/10)

ফেদেরিকো ভালভার্দে (8/10)

আরদা গুলার (৭/১০)

অ্যাটাক

রড্রিগো (5/10

কাইলিয়ান এমবাপ্পে (5/10)

ভিনিসিয়াস জুনিয়র (7/10)

সাবস্টিটিউট

ব্রাহিম দিয়াজ (7/10)

লুকা মডরিচ (7/10)

দানি সেবেলোস (N/A)

এন্ড্রিক (7/10)

খেলোয়ারদের রেটিং goal.com থেকে নেয়া হয়েছে।