Melatrin Cream কি কাজ করে
Melatrin cream মুখের মেছতা দূর করতে ব্যবহার করা হয়। মেছতার দাগ দূর করার জন্য মেলাট্রিন ক্রিম বেশ ভালো কাজ দেয়। আমি ব্যবহার করে উপকার পেয়েছি। তবে বেশি দিন ব্যবহার করা যাবে না। বেশি দিন ব্যবহার করলে ত্বকে র্যাশ হয়। আপনার মেছতা বেশি বা কম যাই হোক না কেন মেলাট্রিনের চেয়ে ভালো কাজ করে এমন ক্রিম আর নেই। অনেকেই অনেক নাইট ক্রিম ব্যবহার করার পরামর্শ দেয়। কিন্তু মেলাট্রিন ক্রিমের মত কাজ কোন নাইট ক্রিমই করে না।
Name | MELATRIN |
Company | ZISKA PHARMACEUTICALS LIMITED |
Generic Name | fluocinolone acetonide |
Strength | 30G |
Category | Cream |
Price | 200tk |
Melatrin Cream কীভাবে ব্যবহার করবেন
রাতে ঘুমানোর কমপক্ষে ৩০ মিনিট আগে Melatrin cream ব্যবহার করতে হবে। দিনে এক বারের বেশি ব্যবহার করা যাবে না।
- প্রথমে আপনার মুখ ও ঘাড়ের যে স্থানে মেছতা আছে তা হালকা কোন ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন। এরপর পানি মুছে ফেলুন।
- এরপর মেছতার দাগের উপর এবং এর আশেপাশের ভালো স্কীনেও Melatrin cream এর পতলা একটি প্রলেপ দিয়ে ঘষতে থাকুন।
- বেশি জোড়ে ঘষবেন না। ক্রিম চামড়ার সাথে মিশে গেলে আর ঘষবেন না।
- যে কয়দিন Melatrin cream ব্যবহার করবেন সে কয়দিন সরাসরি সূর্যের আলোতে যাওয়া যাবে না। তাহলে যে স্থানে Melatrin cream দিয়েছেন সেস্থানে ফোস্কা পড়ে যাবে।
- রোদে যদি যেতেই হয় তাহলে ছাতা ব্যবহার করবেন।
- আপনি চাইলে সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন। সানস্ক্রিন ব্যবহার করলে খেয়াল রাখতে হবে যেন আপনার সানস্ক্রিনের এস পি এফ ৩০এর নিচে না হয়।
- দিনের বেলায় আপনি আপনার অন্যান্য কসমেটিক্স ব্যবহার করতে পারেন (যেমন- ময়েশ্চারাইজার বা অন্যান্য ক্রিম)।
Melatrin cream ব্যবহারের সাবধানতা
Melatrin cream ক্রিমে আছে হাইড্রোকুইনোন এবং ট্রেটিনোইন। এই দুইটা উপাদানের জন্য আপনার ত্বকে ইরিটেশন বা জ্বালা-পোড়াভাব হতে পারে। খুব বেশি হয় না। অনেক সময় চামড়ার একটা স্তর উঠে যায়, ত্বক খসখসেও হতে পারে। কিন্তু জ্বালাপোড়া বেশি হলে বা ঘায়ের মত হলে সাথে সাথে ক্রিম ব্যবহার বন্ধ করতে হবে। সাধারনত ক্রিম ব্যবহার বন্ধ করলে এসব উপসর্গ চলে যায়।
Melatrin cream এর পার্শ্বপ্রতিক্রিয়া
- অনেকের স্ক্রিনে ফোস্কা পড়ে যায়।
- কিছু কিছু ক্ষেত্রে শ্বসকষ্ট বা হাপানির সমস্যাও দেখা যায়।
- Melatrin cream ব্যবহারের পড়ে যদি আপনার শ্বাস কষ্ট দেখা দেয় তাহলে ক্রিম ব্যবহার বন্ধ করুন।
Melatrin cream এর সাথে কি কি ব্যবহার করা যাবে না
- Melatrin cream যতদিন ব্যবহার করবেন ততদিন সাবান বা বেশি ক্ষার আছে এমন ফেসওয়াশ ব্যবহার করা যাবে না।
- ত্বক শুষ্ক করে দেয় এমন কসমেটিক্সও ব্যবহার করা যাবে না। যেমন- পাউডার বা মেক আপ পাউডার বা ফাউন্ডেশন।
- যতদিন Melatrin cream ব্যবহার করবেন ততদিন ময়েশ্চারাইজার ব্যবহার করুন তাহলে ত্বকের জ্বালাপোড়াভাব কম হবে।
গর্ভবতী নারীরা কি Melatrin cream ব্যবহার করতে পারবে
- গর্ভবতী নারীদের অনেক সময় মুখে ও গলায় মেছতার দাগ বেশি দেখা যায়। Melatrin cream গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে না। এতে ভ্রুণ মারা যেতে পারে। বাচ্চার মস্তিষ্কের বিকাশ ব্যহত হতে পারে। বাচ্চা বিকালংগ হতে পারে।
- Melatrin cream ক্রিমের উপাদান গুলো মায়ের দুধে মিশে গিয়ে বাচ্চার শরীরে যায়। কাজেই মায়েদের বিশেষ করে ছোট বেবি আছে এমন মায়েদের Melatrin cream ব্যবহার না করাই উত্তম।
- শিশুরা Melatrin cream ব্যবহার না করাই উত্তম।
Melatrin cream কতদিন ব্যবহার করতে হবে
সাধারনত দুই সপ্তাহ ব্যবহার করলেই দাগ দূর হয়ে যায়। Melatrin cream এ হাইড্রোকুইনোন আর কর্টিসন আছে যা দীর্ঘদিন ব্যবহার করা উচিত না। কাজেই Melatrin cream কোনভাবেই এক মাসের বেশি ব্যবহার করবেন না।
Melatrin Cream Price in Bangladesh
Melatrin Cream জিসকা ফার্মাসিউটিক্যালস বাজারজাত করে। ৩০ গ্রাম ক্রিমের দাম ১৮০/-।
তবে জিসকা ছাড়াও আরও অন্যান্য কোম্পানিরও এই ওষুধ রয়েছে। নিচে তাদের নাম কোম্পানির নাম ও মূল্য দেয়া হলো-
Amela | Ibn Sina Pharmaceuticals Ltd. | ৩০ গ্রাম ক্রিমের দাম ২০০/- |
Melano | Square Pharmaceuticals PLC | ৩০ গ্রাম ক্রিমের দাম ২০০/- |
Nospot | Eskayef Pharmaceuticals Ltd. | ৩০ গ্রাম ক্রিমের দাম ২০০/- |
Trimela | Incepta Pharmaceuticals Ltd. | ৩০ গ্রাম ক্রিমের দাম ২০০/- |
উপসংহার
চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ওষুধ ব্যবহার করা উচিৎ না। আপনার ত্বকে কোন দাগ দেখা দিলেই মেলাট্রিন ক্রিম ব্যবহার করতে যাবেন না। আগে ডাক্তার দেখিয়ে নিশ্চিত হয়ে নিন দাগটি মেসতার। তারপর ব্যবহার করুন। মেলাট্রিন ক্রিমের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে সাথে সাথে ক্রিম ব্যবহার বন্ধ করুন।