ফারাক্কা বাঁধ কোথায় অবস্থিত
ফারাক্কা বাঁধ বাংলাদেশের পশ্চিমের জেলা চাঁপাই নবাবগঞ্জ থেকে আরও পশ্চিমে ১৮ কিমি দূরে ভারতের মুর্শিদাবাদ ও মালদহ জেলায় অবস্থিত। কলকাতা বন্দরের নাব্যতা সংকট দেখা দিলে ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয় এবং মূল বাধের কাজ শেষ হয় ১৯৭০ সালে। সম্পূর্ণ কাজ শেষ হয় ১৯৭৫ সালে। এর দৈর্ঘ্য প্রায় ২ কিমি (২,২৪০ মিটার বা ৭,৩৫০ ফুট)।
পদ্মার শাখা হুগলী নদীর নাব্যতা হ্রাস পেলে ফারাক্কা বাধের মাধ্যেম পানি প্রত্যাহার করে হুগলি নদীতে প্রবাহিত করা হয়।
ফারাক্কা বাধের জন্য কেবল বাংলাদেশই ভুক্তভোগী না, ভারতের মুর্শিদাবাদ এবং মালদা জেলাতেও স্থায়ী জলাবদ্ধতা এবং বর্ষাকালে বন্যার দেখা দেয়। এই বাঁধ নিয়ে বিহারের মূখ্যমন্ত্রীও রাজ্যসভায় আপত্তি করেছেন।